দেশে এখন
0

বাড্ডায় ৬৫টি হাতবোমাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে ৬৫টি হাতবোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ সময় আটক করা হয়েছে তিন কারিগরকে। বুধবার (২২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র‍্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ একটি দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। দলের নেতৃত্ব দিত সজীব নামের এক যুবক। চক্রটি আজ রাতেই শতাধিক বোমা তৈরী করে গাজীপুরে পাঠানোর কথা ছিল।

উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই চালানটি ব্যবহৃত হতো বলে জানিয়েছে র‍্যাব। চক্রটি রাজধানীর ডেমরা ও সাভারে নিরাপদ বোমা তৈরীর বাসা খুঁজে প্রথমে পরে বাড্ডার এই বাসা টার্গেট করে গড়ে তোলে কারখানা।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, 'আমরা ৮ থেকে ১০ দিন আগেই খবর পেয়েছি। নারায়ণগঞ্জ কেন্দ্রিক গ্রুপ সারা দেশে বোমা সরবরাহ করে বলে আমরা জানতে পারি। জঙ্গিদের মতো কাট আউট সিস্টেমে বোমা তৈরি করে তারা। ২ থেকে ৩ দিন আগেই ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু তখন সম্ভব হয়নি।'

তিনি বলেন, 'বোমার গঠন, আকার, ওজন বিবেচনা করে বোম্ব ডিস্পোজাল ইউনিট জানিয়েছে এগুলো ককটেলের মতো নয়, অনেক শক্তিশালী বোমা। ট্রিগার মেকানিজমের বোমা এগুলো, যা হাওয়াতেই ব্রাস্ট করা সম্ভব। প্রায় ৩০মিটার জায়গায় প্রভাব বিস্তার করতে পারতো।'

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, 'উপজেলা নির্বাচন, ঈদ ঘিরে নাশকতার আশঙ্কা পরিকল্পনা থাকতেও পারে। এর আগে ডেমরা, সাভার ও বাড্ডায় বোমা তৈরির চেষ্টা করেছে। এদের মধ্যে সজীব সিদ্ধান্ত নেয় কোথায় বাসা ভাড়া নিয়ে তৈরি হবে। চক্রের সাথে বাড়ির মালিক জড়িত ছিল কি না সেটিও ক্ষতিয়ে দেখছি।'

এসএস