আজ (শুক্রবার, ২৮ মার্চ) রাত আড়াইটার দিকে একটি অভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে বর্ণিত এলাকায় চারটি বস্তা রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় চারটি বস্তা হতে ১৯ বক্স স্পাইডারম্যান নামীয় পটকা, ছয়টি বক্সে কিটক্যাট নামীয় পটকা, আট বক্স ফেন্সি ডিল্যাক্স নামীয় চকলেট পটকা, টোফেন নামীয় চকোলেট পটকা ১৮ (আঠারো) বক্স, এবং ৪৭ বান্ডেল কোবরা ক্র্যাকার্স নামীয় পটকা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অবৈধভাবে বিদেশি আতশবাজি এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত অবৈধ আতশবাজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।