দেশে এখন

ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সকাল ১১টা ৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ ১০২ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আজ (২১ মে) ও আগামীকাল (২২ মে) দুইদিনের সফরে এসেছেন তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর।

এই সফরের প্রথম দিন আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পেনি ওং। পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে আরও থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র মহাপরিচালক ও কোস্টগার্ড এর পরিচালক। এই সফরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন পেনি ওং।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে কক্সবাজার যাবেন অস্ট্রেলিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

পেনি'র সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু-ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত-এ চার দেশের জোট কোয়াড। চার জাতির এ জোটে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভারত। এ অঞ্চলের অন্য কোনো দেশ এখন পর্যন্ত এতে যুক্ত হয়নি। 

কোয়াড জোট ইন্দো-প্যাসিফিকের দেশগুলোকে অংশীদার বানাতে আগ্রহী। চীনবিরোধী বলে পরিচিত কোয়াড জোটে বাংলাদেশকে অনেক আগ থেকে টানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

ধারণা করা হচ্ছে, ঢাকা সফরের সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দো-প্যাসিফিক এই জোট নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর