আজ (সোমবার, ২০ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, 'বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক এই পদকের জন্য বিবেচিত হবেন। কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমাজ সেবক, রাজনীতিক এর জন্য মনোনীত হবেন।'
মাহবুব হোসেন বলেন, 'নোবেল বিজয়ী, বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নামপ্রস্তাব করতে পারবেন। পুরস্কারের আর্থিক মূল্য হবে ১ লাখ ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় সোয়া ১ কোটি টাকা। সেই সাথে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণপদক।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৭ মার্চ নাম ঘোষনা করা হবে। আর ২৩ মে পুরস্কার তুলে দেয়া হবে।
তিনি বলেন, 'একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরিবোর্ড গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবেন। সেই সাথে একটি নীতিমালা করা হবে।'