অপরাধ ও আদালত
দেশে এখন
0

যশোর-নড়াইল সড়কে গাছ কাটার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

যশোর-নড়াইল সড়কে ছয় লেন প্রকল্পে গাছ কাটার ওপর স্থিতি অবস্থা জারি করেছেন উচ্চ আদালত। আপতত ওই সড়কের কোনো গাছ কাটা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে আজ (রোববার, ১৯ মে) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার এবং সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম।

মনজিল মোরশেদ জানান, আদালত যশোর-নড়াইল ছয় লেনের সড়ক নির্মাণে বর্তমানে রাস্তার পাশে থাকা গাছ কাটার ওপরে স্থিতাবস্থা জারি করেছেন। সেই সঙ্গে আদালত তার আদেশ উল্লেখ করেছেন, ছয় লেন সড়কের টেন্ডার আহ্বান করার পর ওই স্থিতাবস্থার আদেশ বাতিল হবে।

রিটকারীরা হলেন মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট রিপন বাড়ৈই।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর