দেশে এখন
অপরাধ ও আদালত
0

ইসকন নিষিদ্ধ সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, হস্তক্ষেপ করবে না আদালত

ইসকন নিষিদ্ধ করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। একইসাথে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। ইসকন নিষিদ্ধের শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এদিকে ইসকন নিষিদ্ধ চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও।

শ্রীকৃষ্ণ ভক্তদের সংগঠন ইসকনকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে ৷ দেশের বাইরেও ইসকন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

হিন্দুত্ববাদী এই সংগঠনটির এক সময়ের শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রসঙ্গে বিক্ষোভ করে ভক্ত ও অনুসারীরা। মঙ্গলবার চিন্ময়কে আদালতে হাজির করা হলে এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এরপরই আইনজীবীসহ বিভিন্ন মহল প্রতিবাদে ফুঁসে ওঠেন। বুধবার ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী।

আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানি হয়। শুনানিতে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় তিনটি মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকনের কার্যক্রম সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। এ সময় বিচারপতি বলেন, দেশে সম্প্রীতির বন্ধন নষ্ট করতে দেয়া যাবে না।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনীক আর হক বলেন, ‘এখন পর্যন্ত এই বিষয় নিয়ে তিনটি মামল হয়েছে। এর মধ্যে ৭৬ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। এই বিষয়ে যা যা করা প্রয়োজন তার সব পদক্ষেপ নেয়া হবে।’

ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন আবেদনকারী আইনজীবী।

আবেদনকারী আইনজীবী মো. মনির উদ্দিন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে তিনটা মামলা হয়েছে। একটা মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটা মামলায় ৩ জনকে। বাকি একটা মামলা অনুসন্ধান চলছে।’

এদিকে, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিও ইসকন নিষিদ্ধের পক্ষে। সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরে সমিতি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, ‘আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।’

ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

ইএ