নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, রাজশাহীর সিল্ক- এমন সব পণ্য শোভাপাচ্ছে নাটোরের সিংড়ায় দিনব্যাপী স্মার্ট ভিলেজ এক্সপোতে।
দেশে জিআই সনদ পাওয়া ৩১টি পণ্যের মধ্যে অন্তত ২০টি পণ্য স্থান পেয়েছে স্টলে। বিভিন্ন পণ্যের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের তৈরি এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন মেলায় আসা দর্শনার্থীরা।
একজন দর্শক বলেন, 'বিভিন্ন হ্যান্ডিক্র্যাফ্ট আছে। এখানে নিজেদের হাতে তৈরি পণ্যগুলো দেখতে পাচ্ছি। জিআই পণ্যগুলো দেখে খুব ভালো লাগছে।'
মেলায় দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল, দারাজসহ স্থানীয় উদ্যেক্তাদের অর্ধশত স্টল অংশ নেয়। বিভিন্ন ডিজাইনের থ্রি পিস ও হ্যান্ডিক্রাফটসহ ভোগ্যপণ্যের পসরা মেলাকে করেছে আকর্ষণীয়। প্রথমবার এমন মেলায় অংশ নিতে পেরে খুশি স্থানীয় উদ্যোক্তারা।
একজন উদ্যোক্তা বলেন, 'আমরা অনলাইন উদ্যোক্তা। আমাদের পণ্যের প্রসার সারাদেশে ছড়িয়ে পড়ছে। প্রথমবার মেলা হিসেবে লোকজন ভালো আসছে।'
গ্রামপর্য়ায়ে উৎপাদিত পণ্যের পাশাপাশি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যেগুলো বিশ্বব্যাপী পরিচিত করতে এই ধরণ্যের উদ্যোগ বলে জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, 'চাঁদপুরের ইলিশ থেকে শুরু করে দিনাজপুরের লিচু, চাঁপাইনবাবগজ্ঞের আম এবং আমাদের নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা। এই সবগুলো পণ্যকে প্রদর্শন করা। এবং দেশে ও বিদেশে এসব পণ্যের চাহিদা তৈরি করা। এর সাথে ই-কমার্স ব্যবসা সৃষ্টি করা এই মেলার উদ্দেশ্য।'
প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করবে এবং পণ্যের গুণতম মান নিশ্চত করতে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি তৈরি হবে স্থানীয় বাজার ও রপ্তানির সুযোগ।