আজ উদ্বোধন হলেও আগামীকাল রোববার সকাল থেকে বাণিজ্যিকভাবে ট্রেন দুটি চলাচল করবে। উদ্বোধনের সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সভাপতিত্বে করেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ভাঙ্গা রুটে চলাচলকারী ট্রেনের নাম ভাঙ্গা কমিউটার এবং রাজবাড়ী থেকে ভাঙ্গা রুটে চলাচলকারী ট্রেনের নাম চন্দনা কমিউটার। এই ট্রেনে ২৪টি প্রথম, ৪৪টি শোভন চেয়ার ও ৪২৪টি শোভন শ্রেণির আসন রয়েছে। এই ট্রেন ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি করবে আর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের (জিএম) পক্ষে সহকারী চিফ সুপারেনডেন্ট অফিসার আব্দুল আওয়ালের সই করা এক চিঠিতে নতুন কমিউটার ট্রেন চালুর বিষয়ে জানানো হয়।
চিঠিতে বলা হয়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনার জন্য মতামত পেশ করা হলো।