চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে রহনপুর-নাচোল হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী একটি কমিউটার ট্রেন হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আবুল কাশেম।

রহনপুর রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মামুন আলি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। আর ট্রেনটি নির্ধারিত সময়ের আধা ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে বলে তিনি জানান।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন জানান, হিরুপাড়া এলাকায় ট্রাক্টর চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবুল কাশেম। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর কমিটার ট্রেনটি ট্রাক্টরটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবুল মারা যান।

এএইচ