আজ (বৃহস্পতিবার, ২ মে) বেলা ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জামিন আবেদন করেন ড. ইউনূসের আইনজীবী। এর আগে সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হন ড. ইউনূস।
আজ এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন ড. ইউনূসসহ অন্য আসামিরা হাজিরা দেন। অবেদনের প্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ড. ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা আমার কখনও ছিলো না। গ্রামীণ ব্যাংকের কোনো টাকা আত্মসাৎ করিনি। দেশের মানুষের জন্য সবসময় কাজ করেছি, কোনো অন্যায় করিনি।’
এর আগে ২ এপ্রিল ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেন চার্জশিট গ্রহণ করেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলাটি বদলির আদেশ দেন।