দেশে এখন
0

তীব্র গরমের সাথে রাজধানীতে বেড়েছে পানির সংকট

রাজধানীসহ দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এর মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় চরম আকার ধারণ করেছে পানি সংকট। ওয়াসার লাইনের পানি না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে আবার ওয়াসা থেকেই গাড়ি থেকে অনেকে পানি কিনছেন, যা দিয়েও মেটানো যাচ্ছে না প্রয়োজনীয় চাহিদা।

রাজধানীর খিলগাঁয়ের মীনা বেগমের এক বালতি পানির জন্য আপ্রাণ চেষ্টা। গরমের তীব্রতার সঙ্গে পানি বিড়ম্বনায় পড়েছে তার পরিবার। পানি নেই জেনেও বিরতিহীন ওয়াসার লাইনে যুক্ত থাকা টিউবওয়েল চেপে যাচ্ছেন, হঠাৎ যদি মেলে পানি।

তবে গৃহকর্তীর তৃঞ্চা মেটাতে পানির দেখা মিললো না। দিন কিংবা রাত ওয়াসার লাইনে যুক্ত চাপকলে পানি পাওয়া যেন ভাগ্যের বিষয়।

মীনা বেগম বলেন, 'সবসময়ই এভাবে কল চাপতে হয়। কারণ কখন পানি আসবে আর আমরা পানি নিব তার কোনো ঠিক নেই। যে গরম পরছে, এই গরমে টেকাই মুশকিল। পানি ছাড়া এই গরমে মানুষ স্ট্রক করে মারা যাবে।'

টিউবওয়েল থেকে পানি তোলার চেষ্টা করছেন মীনা বেগম। ছবি: এখন টিভি

শুধু মীনা বেগম নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় আছে অসংখ্য পরিবার। দীর্ঘ সময়ের তাপপ্রবাহের মধ্যে ব্যবহার ও খাবার পানি না পাওয়া- সবমিলিয়ে দুর্বীষহ হয়ে উঠেছে অনেকের জীবনযাত্রা। গোসল করা, রান্না করাসহ দৈনন্দিন কার্যসম্পাদনে হিমশিম খাচ্ছেন তারা।

স্থানীয় একজন বলেন, 'গ্যাস না থাকলে তো সমস্যা নেই। গ্যাস না থাকলেও লাকড়ি দিয়ে রান্না করা যায়। পানি না থাকলে তো কিছুই করা যাবে না।'

ঢাকার দুই সিটিতেই নানান জায়গায় দেখা গেছে এই পানি সংকট। রায়েরবাগ, মুগদা-মান্ডা এমনকি উত্তরার মতন উচ্চবিত্তের বাসায়ও পানির জন্য হাহাকার।

উত্তরার স্থানীয় একজন বলেন, 'হাতমুখ ধোঁয়ার জন্য পানির কথা বাদই দিলাম। পিপাসা মেটানোর মতো পানি পাচ্ছি না আমরা। তাহলে এতো ভিআইপি জায়গায় থেকে আমাদের কী লাভ?'

ঢাকা ওয়াসার লাইন থেকে পানি না পেয়ে টাকার বিনিময়ে ওয়াসার গাড়ির মাধ্যমেই পানি সরবরাহের অর্ডার করছেন অনেকেই। অতিরিক্ত খরচের সেই পানিও প্রয়োজন মত মিলছে না।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণের বিরূপ প্রভাবেই নানান সমস্যায় পড়ছেন নগরবাসী। পানির সমস্যা সমাধানে তাই টেকসই পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের।

নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ বলেন, 'ঢাকায় যে পরিমাণ মানুষ ধারণ করার কথা। তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ ইতিমধ্যে ঢাকায় হয়ে গেছে। এজন্য ঢাকা বিকেন্দ্রীকরণ ছাড়া এবং টেকসই পানি ব্যবস্থাপনা ছাড়া আমরা সনাতনী পদ্ধতিতে পানি উত্তোলন করতে থাকলে পানির টেকসই সমাধান পাওয়া যাবে না।'

ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলে আরও ৪৮ ঘণ্টা হিটওয়েভ আব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যাতে পানি সংকট আরও ঘনিভুত হওয়ার শঙ্কা নগরবাসীর।

এসএস