দেশে এখন
0

কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সংস্কারাধীন কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়েছে এমভি সমুদা-১ নামের একটি লাইটারেজ জাহাজ। এতে সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের একে খান ডক ইয়ার্ড থেকে জাহাজটি ছেড়ে আসে। এসময় জোয়ারের প্রবল স্রোতে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়।

এতে সেতুর ওয়াকওয়ে এবং লোহার পাতে আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনার খবর পেয়ে সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ও রেল সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে প্রবল স্রোতে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, 'এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কক্সবাজার রুটে ট্রেন চলাচলে সমস্যা হবে না। আমরা বিষয়টি পরিদর্শন করেছি।'

এভিএস