সেতু উদ্বোধনের পরদিন থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায় করা হয়।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি যান চলাচল করেছে। এসব যানবাহন থেকেই দেড় হাজার কোটি টাকার টোল আদায় হয়েছে।
এর মধ্যে মাওয়া দিয়ে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।
চলতি মাসের ৯ এপ্রিল পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। ওই দিন দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ২০৪টি গাড়ি পারাপার হয়েছে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরদিন থেকে সেতুতে গণপরিবহন চলাচল শুরু হয়।
এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা ও বাকি অংশের সঙ্গে যুক্ত হয়। সেতুতে প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে ওইদিন ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছিল।