দেশে এখন
0

এসটিপি না করলে আর নতুন ভবনের অনুমোদন নয়: গৃহায়ন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, দূষণের দিক থেকে সারাবিশ্বের মধ্যে ঢাকা সবসময় এক থেকে তিনের মধ্যে থাকে। ব্রাহ্মণবাড়িয়ায় যদি দূষণ পরিমাপ করার সুযোগ থাকতো তাহলে বোঝা যেত এটি কতটা দূষিত শহর। তাই পৌরসভা কর্তৃপক্ষকে বলব এখন থেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি না করলে যেন নতুন ভবন নির্মাণের অনুমোদন না দেওয়া হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের ছয়বাড়িয়া এলাকায় জেলা প্রশাসন হাউজিং প্রকল্প এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, 'আমাদের নদী ও খাল-বিলগুলোকে পরিচ্ছন্ন রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের যে দূরাবস্থা হয়েছে এটি কোনো ভদ্র এলাকার খাল হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া এখন বসবাসের অনুপযোগী শহর হয়ে গেছে। তাই যারাই এসটিপি করবে তারাই নতুন ভবন করার অনুমোদন পাবে। রাজউক, গণপূর্ত এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষসহ সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে এসটিপি ছাড়া কোনো অনুমোদন দেওয়া হবে না।'

সদ্য অবসর নেওয়া সচিব পদমর্যাদার কর্মকর্তা ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর মো. সহিদ উল্যাহ, সাবেক সচিব গোলাম রব্বানী, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক মিজানুর রহমান, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবীর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে গৃহায়ন মন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর