আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আইন বিভাগের দুই শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায়কে আটক করা হয়। তারা হলে বসেই জ্যোতির্ময় গাইনের চাচা ও প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল হোতা অসীম গাইনের নির্দেশে হলে বসে প্রশ্ন সমাধান করে তা পরীক্ষার্থীদের সরবরাহ করতো৷
জিজ্ঞাসাবাদের পর এর পরদিন ২১ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল (২৪ এপ্রিল) মাদারীপুর থেকে আরও তিন পরীক্ষার্থীকে গ্রেপ্তার ডিবি।
পুশিল জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ তবে ঘটনার মূল হোতা অসীম গাইন এখনো পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।