শিক্ষা
দেশে এখন
0

স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবারের মধ্যে

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিদেশ থেকে আগামীকাল (শুক্রবার, ২৬ এপ্রিল) দেশে ফেরার পর শনিবারের মধ্যে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সারাদেশে তাপপ্রবাহ চলায় রোববার থেকে পাঁচ দিনের জন্য দেশের সব স্কুল ও কলেজ বন্ধ দিয়ে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু চলতি সপ্তাহ শেষে আবহিওয়া অফিস থেকে তাপ প্রবাহের হিট এলার্ট আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়। এর ফলে স্কুল কলেজ আগামী সপ্তাহেও বন্ধ থাকবে কি না সে বিষয়ে শামসুন নাহার জানিয়ে দেন মন্ত্রী দেশে ফিরলে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, 'আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে তাপমাত্রা সামনে আরও বাড়বে। সেক্ষেত্রে এই ছুটি বাড়বে কি না এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনলাইনের বিষয়টি মাথায় আছে। কিন্তু সেটা পরের কথা। গ্রামেও স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। সবদিক মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।'

এসএস