নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

দেশে এখন
0

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

আজ (রোববার, ২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এর পর আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও তিনটি ইউনিট।

জানা গেছে, এটি জেলার বৃহৎ পাইকারি বাজার। স্থানীয়রা জানান, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৫০টির বেশি দোকান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

BREAKING
NEWS
2