পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে সুইডেনের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

পরিবেশ,উন্নয়ন ও স্বাস্থ্য নিয়ে সুইডেনের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে জানান পরিবেশ,বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সুইডেনের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

জলবায়ুমন্ত্রী বলেন, 'বাংলাদেশে জাতীয় অভিযোজন পরিকল্পনার (ন্যাপ) মধ্যে পরিবেশ ও উন্নয়ন থাকলেও স্বাস্থ্য ছিলো না। এখন সেটা অন্তর্ভুক্ত করার চিন্তা করছে মন্ত্রণালয়, এক্ষেত্রে সহায়তা করবে সুইডেন।'

মন্ত্রী আরও বলেন, 'জলবায়ুর প্রভাব স্বাস্থ্যের উপর পড়ছে, তাই স্বাস্থ্য বিষয়টি ন্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা জরুরি। সুইডেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। সামনের দিনে তা আরও ভালো হবে।'