দেশে এখন
0

ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। কোথাও তেমন চাপ না থাকলেও সকাল থেকেই ট্রেন ও বাসে করে ফিরছেন যাত্রীরা। আরও একদিন ছুটি থাকায় যানবাহনে ভিড় এখনও কিছুটা কম। অন্যদিকে বাড়ির টানে বা ঘুরতে এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই।

ঈদের পরদিন থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার তা অনেকটা বেড়েছে। ট্রেনে চেপে কেউ এসেছেন একা, কেউবা পরিবারসহ। কিন্তু নববর্ষের সরকারি ছুটি এখনও বাকি থাকায় অনেকেরই এ মুহূর্তে ফেরার তাড়া নেই। তবে বাচ্চাদের স্কুল কিংবা কর্তার অফিস অনেককে ফিরিয়ে এনেছে রাজধানীতে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মু. শাহদাত হোসেন বলেন, 'ট্রেনে যাত্রী বেশ ভালোই ছিল। কোন ট্রেন বিলম্বে ছাড়েনি। কেউ যেন বিনা টিকিটে ভ্রমণ করতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি।'

এদিকে এখনও ঢাকা ছাড়ছে মানুষ। কেউ পরিবার-পরিজনের পানে আবার কেউ ছুটছেন ঈদ পরবর্তী ঘুরাঘুরির উদ্দেশ্যে। তাই এদিনও প্রতিটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে উঠার তাড়া দেখা গেছে যাত্রীদের মাঝে।

অন্যদিকে সড়কপথে ঘরে ফেরা মানুষের তেমন চাপ নেই। রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা। তবে বরাবরের মতোই অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বলেন, পর্যাপ্ত গাড়ি আছে তারপরও ভাড়া বেশি। ঈদ শেষ তবু বাড়তি ভাড়া দিতে হচ্ছে। ৬০০ টাকার ভাড়া ৮০০ টাকা করে নিচ্ছে।

কাল পহেলা বৈশাখের ছুটি শেষে বাস-ট্রেন-লঞ্চ সব মাধ্যমেই রাজধানীতে ফেরার চাপ বাড়বে বলে বলছেন সংশ্লিষ্টরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর