দেশে এখন
0

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) ভোরে পশ্চিম ভাসানটেক ১৩ নম্বর কালবার্ট রোডের শ্যামলী পল্লীর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মশার কয়েল জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। এতে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন– মেহেরুন্নেছা (৬৫), মো. লিটন (৫২), সূর্য বানু (৩০), সুজন (৯), লামিয়া (৭) ও লিজা (১৮)। তাদের মধ্যে মো. লিটনের শরীরের শতকরা ৬৭ শতাংশ, তার শ্বাশুড়ি মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ, স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, সন্তান সুজনের ৪৩ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং লিজার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

আবাসিক সার্জন চিকিৎসক ডা: পার্থ শঙ্কর পাল জানান, সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের শ্বাসনালি পুড়ে গেছে। সূর্যবানুকে আইসিইউতে রাখা হয়েছে। লিটন এবং শিশু লামিয়াকে এইচডিইউতে রাখা হয়েছে।

শ্যামলী পল্লীর ওই আবাসিক এলাকায় একটি বাড়ির নীচতলায় দুই মেয়ে লিজা, লামিয়া ও সাত বছরের ছেলে সুজনকে নিয়ে ভাড়া থাকতেন লিটন। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। ঈদ উপলক্ষে লিটনের শাশুরি মেহেরুন নেছা ও বেড়াতে এসেছিলেন তার মেয়ে সূর্যবানুর কাছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর