দেশে এখন
0

লঞ্চ টার্মিনালেও মানুষের ঢল

ঈদে বাড়িফেরা মানুষের চাপ বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) শেষ কর্মদিবস হলেও সকাল থেকে রাজধানীবাসী ছুটছেন নাড়ির টানে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ সকাল থেকে বাড়তে থাকে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়েছে ৬৫টি। গতকাল ১২৩টি লঞ্চে প্রায় দেড় লাখ যাত্রী ঢাকা ছেড়েছেন। চাঁদপুরের ইলিশায় ১৪টি ও বরিশালে ১০টি লঞ্চ গেছে।

তবে সকালের দিকে রাজধানীর লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বেশি ছিল।

দক্ষিণবঙ্গের মানুষ নৌপথে বাড়ি ফিরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে পদ্মা সেতু চালুর আগে যাত্রীদের যে চাপ ছিল তা এবারও চোখে পড়ে নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বলছে, লঞ্চের সংখ্যা বাড়বে কিনা তা যাত্রীচাপের উপর নির্ভর করছে।

লঞ্চ মালিকরা বলছেন, গত কয়েকদিনের যাত্রী খরা কেটে গেছে। গতকাল থেকে টার্মিনালে যাত্রীদের প্রবেশ সংখ্যা অনেক বেড়েছে। এ নিয়ে তারা সন্তুষ্ট।