অর্থনীতি
দেশে এখন
কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা
কুড়িগ্রাম সফরে গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভুটানের রাজা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে সড়কপথে কুড়িগ্রাম যান। এরপর কুড়িগ্রাম সার্কিট হাউজে তিনি বিশ্রাম নেন।

পরে বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজি-ভিত্তিক প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, দুপুর দেড়টার পর তিনি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন। ঘণ্টাব্যাপী পরিদর্শন শেষে তিনি সোনাহাট স্থলবন্দর হয়ে ভুটানে যাবেন। সোনাহাট স্থলবন্দর থেকে ভুটানের দূরত্ব মাত্র ১৬৭ কিলোমিটার।

এদিকে ভুটানের রাজার আগমন ঘিরে কুড়িগ্রামে সাজ সাজ রব দেখা গেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‍ভুটান ও বাংলাদেশের পতাকা শোভা পাচ্ছে। এছাড়া ভুটানের রাজার সফর ঘিরে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, জেলার সদর উপজেলার ধরলাপাড়ে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর মহাসড়কের মাধবরাম গ্রামে বিশেষ এ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে যাচ্ছে।

এওয়াইএইচ