দেশে এখন
পদ্মা সেতু ঘুরে দেখলেন ভুটান রাজা
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। বুধবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। রাজার এই পরিদর্শন ঘিরে সকাল থেকেই ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে ওঠে ভুটান রাজার গাড়িবহর। সেতুর মাঝামাঝি ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থামিয়ে নেমে পড়েন রাজা।

সেখানে তিনি টানা ১০ মিনিট অবস্থান করেন। এ সময় সেতুর ওপর দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলেন তিনি।

এ সময় ভুটান রাজার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে পদ্মা সেতু ঘুরিয়ে দেখান।

পদ্মা সেতু ঘুরে দেখছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ছবি: পিএমও

এ সময় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সেতুর সার্ভিস এরিয়া- ২ এ গেলে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন অভ্যর্থনা জানান। সেখানে সেতু সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন পদ্মা সেতুর প্রকল্প পরিরচালক মো: শফিকুল ইসলাম।

সফরের কর্মসূচি হিসেবে এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন ভুটান রাজা। ঢাকায় ফিরে বিকালে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বসার কথা রয়েছে ভুটান রাজার।

ভুটান রাজাকে পদ্মা নদী দেখাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: পিএমও

৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা চার দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন। রাজার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রানী জেটসুন পেমা ও বিভিন্ন কর্মকর্তারা।

সফরের চতুর্থ দিন আগামীকাল (২৮ মার্চ) বিমানে সৈয়দপুর যাবেন রাজা। সেখান থেকে সড়কপথে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

এদিনই সফর শেষ করে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের আসাম হয়ে ভুটান ফিরে যাবেন জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ আজ (২৭ মার্চ) বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।

আসু