আজ শনিবার (১৬ মার্চ) চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। জানান, 'দেশে টেলিভিশনে এ ঘটনা নিয়ে কি প্রচার করা হচ্ছে, না হচ্ছে, তা স্যাটেলাইটের মাধ্যমে সব জায়গায় দেখার সুযোগ রয়েছে। জলদস্যুরা এসব নিউজ পর্যবেক্ষন করছে।'
মন্ত্রী আরও বলেন, 'যখন এ বিষযটাকে অতি গুরুত্ব দেয়া হয় এবং জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া দেখানো হয় তখন ওদের অবস্থান আরও শক্ত হয়। সুতরাং এটি নিয়ে সরকার কাজ করছে।'
অতীতেও ১০০ দিনের মাথায় একই প্রতিষ্ঠানের জাহাজ মুক্ত করা হয়েছিল জানিয়ে হাছান মাহমুদ আশা প্রকাশ করেন, এবারও সবার সম্মিলিত প্রচেষ্টায় নাবিক ও জাহাজ মুক্ত করে আনা যাবে। জাহাজটি উদ্ধারে সরকার প্রচেষ্টা করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী এ ব্যাপারে গণমাধ্যমেের সহযোগিতা কামনা করেন।
গত ৪ মার্চ বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। এরপর গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জানা যায় ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে।
এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এস আর শিপিংয়ের কর্মকর্তারা।