মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগর থেকে ২৩ ক্রুসহ বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে নিরাপদে তাদের উদ্ধারে চলছে তৎপরতা।
শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী দাবি করে, খবর পেয়ে গত মঙ্গলবারই দূরপাল্লার মেরিটাইম পেট্রোল বিমান মোতায়েন করা হয়। যার মাধ্যমে জাহাজের ক্রুদের অবস্থান জানতে যোগাযোগের চেষ্টা চালানো হলেও জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে একটি যুদ্ধ জাহাজের মাধ্যমে জিম্মি হওয়া জাহাজটিকে বৃহস্পতিবার আটকে দেয়া হয়।
এর মাধ্যমে জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিন্তু হস্তক্ষেপ সম্ভব হয়নি। কারণ এতে হতাহতের ঘটনা ঘটতে পারত। তবে জাহাজটি সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এর কাছাকাছি অবস্থানেই ছিল।
এদিকে, বাংলাদেশের নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম বলেন, 'জিম্মি করা জাহাজের ক্রুরা নিরাপদেই আছেন। পর্যাপ্ত খাবার থাকলেও পানির কিছুটা সংকট তৈরি হতে পারে। তবে, এখনও জলদস্যুদের পক্ষ থেকে কোনো দেনদরবার বা প্রস্তাব দেয়া হয়নি।'
মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। ধারণা করা হচ্ছে, দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জাহাজের অবস্থান বারবার পরিবর্তন করছে।