শিক্ষা , অপরাধ ও আদালত
দেশে এখন
0

রোজায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে বহাল

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ মার্চ) বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত আজ সোমবার এ আদেশ বহাল রাখেন।

গতকাল রোববার (১০ মার্চ) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে স্কুল খোলা নিয়ে সরকারের দেয়া দুটি প্রজ্ঞাপন স্থগিত করেন। একসঙ্গেই পুরো রমজান মাস প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

প্রতি বছরই রমজানে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে এক ধরণের মতপার্থক্য দেখা দেয়। তাই চলতি বছরের ক্যালেন্ডারে রমজানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ৩০ দিনের ছুটি রাখা হয়েছিল। হঠাৎ করে গত ৮ ফেব্রুয়ারি তাতে সংশোধনী এনে মাধ্যমিক পর্যায়ে ১৫ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রোজার প্রথম দশ দিন খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এসএস