সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এখন
0

দেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনে কোনো ধরণের কারচুপি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল খান কামাল।

আজ শনিবার (৯ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে মিরপুর পুলিশ মেমোরিয়াল কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে কোনো ধরণের কারচুপি হয়নি। নির্বাচন নিয়ে বিএনপি বিভিন্ন দেশে অপপ্রচার করছে। এই অপপ্রচারে কোনো লাভ নাই।'

বিএনপির কোন রাজবন্দি নেই, রাজনৈতিকভাবে কাউকে আটক করা হয়নি বলেও জানান আসাদুজ্জামাল খান কামাল।'

নির্বাচনে বিদেশিদের পর্যবেক্ষণ করার বিষয়ে তিনি বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণের কোনো সত্যতা নেই। এটা একটা মনগড়া প্রতিবেদন। কোনো হামলা মামলা পুলিশ বাহিনী করেনি। মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।'

এসএস