দেশে এখন
0

মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কেউ যেন কোন পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল না করতে পারে সেই ব্যাপারে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনে সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান। বলেন, জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।

এই যাত্রায় সরকারের ইশতেহারে অন্যতম ছিলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বৃদ্ধি। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের নির্দেশ দেন, কেউ যেন কোন পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল না করতে পারে। এছাড়া প্রতিটা জেলা-উপজেলায় কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি।

এসময় সরকার প্রধান সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সকল সুবিধা যেন জনসাধারণ পায়, সেই ব্যাপারে দৃষ্টি দিতে বলেন। আয়কর সংগ্রহে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা ও সুপেয় পানি নিশ্চিতকরণে জেলা প্রশাসকদের আরও সচেষ্ট থাকতে বলেন। বক্তব্য শেষে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের জেলা প্রশাসক সম্মেলনে সারাদেশ থেকে ৫৬টি বিভাগ ও সংস্থার কর্তারা যোগ দিয়েছেন। সর্বমোট ৩০টি অধিবেশন হওয়ার কথা রয়েছে।

এভিএস