ধর্ম
দেশে এখন
0

পারস্পরিক প্রণয়-সম্প্রীতি বাঙালি সংস্কৃতির মূল অনুষঙ্গ

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতির সদ্ভাব বজায় রয়েছে। তিনি আরও বলেন, পারস্পরিক প্রণয়, আনুকূল্য, মিত্রতা, সখ্যতা ও সৌহার্দ্য-সম্প্রীতি বাঙালি সংস্কৃতির মূল অনুষঙ্গ হয়ে উঠেছে।

শুক্রবার (১ মার্চ) সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী ফিরিঙ্গি বাজার ব্রীজ ঘাটায় মহাসমারোহে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্ম-মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার।

চট্টগ্রাম বিভাগীয় সৎসঙ্গ বিহারের ব্যবস্থাপনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিবস উপলক্ষে দিনব্যাপী উৎসবে প্রায় ২০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।

সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক  শ্যামল দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নিতাই প্রসাদ দত্ত, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, প্রফেসর ড. উদিতি দাশ, সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি  তিমির সেন, সাধারণ সম্পাদক কিশোর আদিত্য ও বিকাশ দাশ প্রমুখ।

বিনামূল্যে চিকিৎসা ও ‍ওষুধ সরবরাহের পাশাপাশি লক্ষাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সকালে মাঙ্গলিক বেদ পাঠ ও ঊষা কীর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এ জন্ম-মহোৎসবে চিকিৎসা সম্মেলন ও চিত্র প্রদর্শনী ছাড়াও মাতৃসম্মেলন, শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত সৎসঙ্গ, সংগীতানুষ্ঠান, সাধারণ সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।