বেইলি রোডের আগুনের ঘটনায় রাষ্ট্রপতির শোকবার্তা

0

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মার্চ) সকালে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন থেকে শোকবার্তা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও আগুনে পুড়ে মারা যাওয়াদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।

আগুনের ঘটনায় নারী ও শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


এসএস