দেশ পরিচালনায় নির্বাহী বিভাগের গুরুত্বপূর্ণ অংশীদার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যোগাযোগ, উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করেন।
সচেতনতা তৈরি ও সরকারের জবাবদিহিতা বাড়াতে রোববার (২৫ ফেব্রুয়ারি) পালিত হয় 'জাতীয় স্থানীয় সরকার দিবস'। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন সারাদেশে স্থানীয় সরকারের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি। বক্তব্যে নানা ধরনের স্থানীয় সমস্যা তুলে ধরেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর থাকায় গ্রামে বসে উন্নয়নের সুফল পাচ্ছে জনসাধারণ।’
এসময় পরিবেশ ও জলাভূমি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন জলাভূমি, প্রাণী, খাল, নদী ও বিল যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় করে কাজ করতে হবে।’
এছাড়া জনগণের কল্যাণে প্রকল্প গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যত্রতত্র প্রকল্প নেয়া যাবে না।’
এ সময় কাজের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।