রিকশাকে ঢাকার রাস্তার নেতা বলা হয়ে থাকে। কখনও উল্টোপথে আবার কখনও প্রধান সড়কেও দেখা মেলে এই রিকশার। দুই প্যাডেলে অলিগলি মাড়িয়ে বেড়ায় রিক্সা। আর এই দাঁপিয়ে বেড়ানোর পেছনে থাকে চালকের পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ।
এক রিকশাওয়ালা বলেন, 'সিটি করপোরেশন থেকে রিকশার জন্য যে লাইসেন্স দেয় তা নিতে হয়, কিন্তু যদি ১ লাখ রিক্সা থাকে সেখানে তারা ৩০ হাজার লাইসেন্স দেয়। আর বাকি সব মুক্তিযোদ্ধা নম্বর দেয়।'
ঢাকার রিকশার নিবন্ধন তো দুই সিটি করপোরেশন দেয়ার কথা। তা হলে কারা দিচ্ছে বাকি রিকশার নিবন্ধন সার্টিফিকেট?
মিরপুরের একটি রিকশার গ্যারাজে যাচাই করে দেখা যায় সেখানে মাত্র ১টি সিটি করপোরেশনে নিবন্ধিত রিকশা আছে। সেখানকার চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্যারাজের মালিকদের সাথে সিটি করপোরেশনের যোগাযোগেই এসব হয়।
গ্যারাজের একজন রিকশাওয়ালা বলেন, 'রিকশার মালিক এ নম্বর দিয়েছে, আমি চালাই। আমি কোনো মুক্তিযোদ্ধার কাছে থেকে রিকশা নেইনি। ওই মুক্তিযোদ্ধা গ্যারাজের মালিকের সাথে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। ৬ মাস পরপর নম্বর প্লেট পরিবর্তন করতে হয়।'
বনানীতে নম্বরযুক্ত রিকশা। ছবি: এখন টিভি
মিরপুর ছিল মাঝারি আয়ের এলাকা। রাজধানীর গুলশান, বনানীর অবস্থা আরও ভয়াবহ। এখানকার রিকশার নিয়ন্ত্রণ নির্দিষ্ট সোসাইটির হাতে থাকে। তারাই দেন রিকশার নিবন্ধন। এই রিকশার প্রতিদিনের ভাড়া যেমন বেশি তেমনি একটি রিকশা কিনতেও গুণতে হয় ৫ লাখ টাকা।
একজন রিকশাওয়ালা বলেন, 'এখানে নতুন রিকশার নম্বর করতে গেলে ২০ হাজার টাকা লাগে। এছাড়াও রিকশার সামনে ও পিছনে দু'টি স্টিকার আছে। এ স্টিকারের জন্য রিকশার দাম ৫ লাখ টাকা পর্যন্তও হয়।'
তা হলে দেশের কতগুলো রিকশা নিবন্ধিত আছে? উত্তর সিটি করপোরেশনের হিসেব অনুযায়ী, ৩০ হাজার ১৬২টি রিক্সা রয়েছে তাদের নিবন্ধনে। আর দক্ষিণ সিটি করপোরেশন নিবন্ধিত অযান্ত্রিক পরিবহন ১ লাখ ৯০ হাজার ২১৭ টি।
বনানী সোসাইটিতে ভাড়ার তালিকা। ছবি: এখন টিভি
এ দিকে ২০১৯ সালের একটি গবেষণা বলছে দেশে ১১ লাখের বেশি রিকশা রয়েছে। যা চালিয়ে গ্রামীণ অর্থনীতিতে প্রায় ৩০ হাজার কোটি টাকা অবদান রাখছে ঢাকাই রিকশা।
বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের গবেষক খন্দকার আবদুস ছালাম বলেন, 'ঢাকায় যে রিক্সা চলে তার ৩ থেকে ৪ শতাংশ রিকশার বৈধতা আছে। বাকিগুলো অবৈধ। ২০১৯ সালে আমাদের এক জরিপে দেখেছি, ১৩ হাজার থেকে ১৯ হাজার টাকা একজন রিক্সাওয়ালার আয় হয়ে থাকে। এ নিশ্চিত উপার্জন তাকে শহরমুখী করেছে এবং কর্মহীনতা তাকে গ্রামছাড়া করেছে। ২০২৩ সালে কৃষিক্ষেত্র থেকে প্রায় ১৩ লাখ শ্রমিক শহরে এসেছে।'
নিবন্ধের আওতায় এনে কাঠামোর মধ্যে নিয়ে এলে ঢাকাই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে রিকশা, এমন মত গবেষকদের।