বাজার
দেশে এখন
0

কালোবাজারির বিরুদ্ধে চট্টগ্রামে অভিনব প্রতিবাদ

চট্টগ্রাম

নগরীর সড়কে হঠাৎ, ব্যাতিক্রমী এক মিছিল। রিকশায় চড়ে নানা প্রতিবাদী ফেস্টুন হাতে দৃষ্টি কাড়ে নগরবাসীর। কারও হাতে আছে- থামাও সিন্ডিকেট বাঁচাও জীবন। কেউ আহ্বান জানাচ্ছেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সিন্ডিকেট ও কালোবাজারির বিরুদ্ধে চট্টগ্রামে এমন অভিনব প্রতিবাদের আয়োজন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার সকাল ১১টায় বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে এই রিকশা মিছিল শেষ হয় নগরের জামালখান এলাকায়।

প্রতিবাদে অংশগ্রহকারী একজন বলেন, রমজানে এত কষ্ট, এত দুর্নীতির কারণে গরিবরা ঠিকমতো ইফতার করতে পারে না; খাইতে পারে না। আরেক পথচারী বলেন, সারাবিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে আর বাংলাদেশে বৃদ্ধি পায়।

সিন্ডিকেট ভেঙ্গে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার দাবি জানান তারা।

ব্যাতিক্রমী এই কর্মসূচী থেকে দ্রব্যমূল্য কমাতে ও কালোবাজারি সিন্ডিকেটের কবল থেকে মানুষকে মুক্তি দিতে নানা বার্তা দেন আয়োজকরা। তাদের অভিযোগ, রমজানে অন্যান্য দেশে পণ্যের দর কমলেও এদেশে ভিন্ন চিত্র। তাদের প্রশ্ন, পর্যাপ্ত যোগান থাকলেও দাম কেন নিয়ন্ত্রণে নেই?

চট্টগ্রাম ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর বলেন, 'পর্যাপ্ত যোগান আছে এবং যত চাহিদা আছে তার তুলনায় সাপ্লাই অনেক আছে । তারপরও কৃত্রিম কারসাজি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। কয়েকটি মাত্র শিল্প গ্রুপ এর জন্য দায়ী।'

মানববন্ধন থেকে অসাধু ব্যবসায়ীদের দমনে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া রমজানের আগে আমদানি শুল্ক কমানো পণ্যগুলোর দাম নির্ধারণের পাশাপাশি তা পর্যবেক্ষণে সব বাজারে মনিটরিং কমিটি গঠনের দাবি জানান তারা।

ক্যাব বাংলাদেশের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন- 'আমরা চাই যারা অসাধু ব্যবসায়ী সরকারি দলের লেবাস পরেও তারা এই সমস্ত অপকর্ম করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। অনতিবিলম্বে অসাধু ব্যবসায়ী যারা এমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।'

বিকল্প বাজার হিসেবে টিসিবির কার্যক্রম জোরদার, সংকটকালীন সময়ে টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করা গেলে নিত্যপণ্যের দাম নাগালে থাকবে বলে মনে করেন তারা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর