গাজীপুরের শফিপুরের আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে এখন থেকেই তরুণ প্রজন্মের অংশগ্রহণে তাদের প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ১৮০ সদস্যকে পদক তুলে দেন। মহান মুক্তিযুদ্ধ ও দেশের যেকোন সংকটে এ বাহিনীর সাহসী ভূমিকার কথা তুলে ধরে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, আনসার বাহিনীও এতে ভূমিকা রাখছে।
এসময় দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখা ও প্রত্যন্ত অঞ্চলে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
গ্রাম পর্যায়ে পর্যন্ত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানুষের সুস্থ মনন গঠনে ভূমিকা রাখে। এর ধারাবাহিতার পাশাপাশি তরুণ প্রজন্মকে নেতৃত্বের জন্য গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন সরকারপ্রধান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান এই বাহিনীর সদস্যরা। জিপ গাড়িতে আনসার ব্যাটেলিয়ন, গ্রাম ও শহর প্রতিরক্ষা এবং এজিবি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকারপ্রধান। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও ভিডিপির মহাপরিচালক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও। অতিথিরা আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। একে একে এগিয়ে আসেন ৪২ ব্যাটেলিয়নের পতাকাবাহী সদস্য, আনসার ব্যাটেলিয়ন, গ্রাম ও শহর প্রতিরক্ষা বাহিনী ও আর্মড গার্ড ব্যাটেলিয়ন-এজিবির সদস্যরা।