দেশে এখন
0

‌'একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেয়া হবে না'

'বিজিপি সদস্যদের দ্রুত ফেরত পাঠানো হবে'

একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার বেলা ১২ টায় ঘুমধুমের তুমব্রু সীমান্ত পরিদর্শন করেন তিনি। এসময় বিজিবি ক্যাম্প ও সীমান্তের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের জানান, 'বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। আমরা সে বিষয়ে পরামর্শ করেছি। যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য বলেছি।'

বিজিবি মহাপরিচালক আরও বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এই এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি।'

এসএসএস