আজ রোববার (৪ ফেব্রুয়ারি) একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে যোগাযাগ চলমান রয়েছে, যেন শিগগির বিজিপি সদস্যদের তাদের নিজ দেশে ফেরানো যায় সে বিষয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ কোনো সংঘাত বা যুদ্ধ চায় না জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমূহ বিপদ ঠেকাতে সেখানে বিজিবি শক্তি বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যও বাড়ানো হয়েছে।’
সীমান্তের অবস্থা এমনিতেই ভালো না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়া হবে না। তারা অন্য কোথাও যাক। এছাড়া বিজিপি সদস্য আবারও আসতে পারে, এমন শঙ্কা নেই