রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইউনূসের মেয়ের সমঝোতার প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, বিচারাধীন কোন বিষয় নিয়ে সমঝোতা করা যায় কিনা, তা প্রস্তাব পেলে বিবেচনা করা হবে।
সাগর-রুনি হত্যার বিচার হারিয়ে যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জড়িতদের ধরে অবশ্যই বিচার করা হবে। মামলার তদন্ত র্যাবের কাছ থেকে অন্যকোন সংস্থাকে দেয়ার প্রয়োজন হলে তাই করা হবে।