দেশে এখন
0

বিআইডব্লিউটিএ'র গুদামের স্টেকইয়ার্ডে আগুন

আগুনে পুড়েছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র গুদামের স্টেকইয়ার্ড। মাত্র ৪ ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে প্লাস্টিকের ড্রেজিং পাইপ ও ফ্লোটিং ডিভাইসসহ বেশ কিছু মালামাল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর বরফকল এলাকায় এই আগুন লাগে। দুর্ঘটনার ৪ ঘণ্টা পর সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

এর আগে ২০১৮ সালে ছুটির দিনে গুদামটিতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। পরপর দুইবার সরকারি ছুটির দিনে আগুন লাগার বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসএস