বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা প্রধান ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন সাকিব।
সবার সহযোগিতা নিয়ে উন্নত সমৃদ্ধ মাগুরা গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, 'আশা করি আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন। যেকোনো কাজে আমাকে জানাবেন আমি যেন আপনাদের জন্য সর্বোচ্চ কাজ করতে পারি। মাগুরাকে উন্নত করতে আমরা সবাই একসাথে কাজ করব বলে আমি মনে করি।