দেশে এখন
0

অ্যাপে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সুবিধা

শাহনুর শাকিব

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) অ্যাপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন এবং এ সংত্রান্ত সকল তথ্য সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

ডিএএমএস অ্যাপের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্মস লাইসেন্স প্রদান, নবায়ন ও তথ্য হালননাগাদের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে করা যাবে। এ ডিজিটাল সার্ভিসের সাথে আবেদনকারী, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ, থানা, ডিলার ও জননিরাপত্তা বিভাগ সরাসরি একসাথে যুক্ত থাকবেন। অ্যাপের সব কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

এ অ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘরে বসে অস্ত্রের জন্য আবেদন করতে পারবেন। লাইসেন্স ও গোলাবারুদের সব তথ্য অনলাইনে অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেসিতে আবেদন করে লাইসেন্স নবায়ন করা যাবে। আগ্নেয়াস্ত্র ইস্যুকারী এক জেলা থেকে অন্য জেলায় লাইসেন্স স্থানান্তর করতে চাইলেও এ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়াও লাইসেন্সের ফি দেয়ার জন্য অ্যাপের পেমেন্ট ট্যুলসের মাধ্যমে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ, রকেট) অনলাইনে ফি জমা দিতে পারবেন। লাইসেন্সধারী ব্যক্তি একটি স্মার্ট কার্ড পাবেন। তা থেকে লাইসেন্স সংক্রান্ত সব তথ্য জানা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সফটওয়্যারটির মাধমে ডিলারদের অস্ত্র, গোলাবারুদের মজুত, আমদানি, কেনাবেচা সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে পারবেন। অ্যাপ থেকে বাংলাদেশের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত সব তথ্য কর্তৃপক্ষ দেখতে পারবেন।

লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠান .bd ওয়েবসাইট থেকে ই-সেবা মেনুতে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস) এ ক্লিক করে যাবতীয় সব কাজ করতে পারবেন।

এসএস