একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং পাবনা ০৬ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর সঞ্চালনার মাধ্যমে শুরু হয় দ্বাদশ সংসদের কার্যক্রম। নতুন এই সংসদের সভাপতি হিসেবে রংপুর-০৬ আসনের সংসদ সদস্য শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।
এতে সমর্থন দেন নতুন সংসদের চীফ হুইপ এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুরে আলম চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার নির্বাচনের পর তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এ সময় সংসদ কিছু সময়ের জন্য মুলতবি থাকে। নতুন সংসদেও স্পিকারের দায়িত্ব পাওয়ায় ড. শিরীন শারমিনকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নতুন করে স্পিকারের দায়িত্ব নিয়ে মুলতবি সংসদ পুনরায় শুরু করেন তিনি। এসময় স্পিকারকে ধন্যবাদ জানান সরকার দলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং বিরোধী দলী নেতা।
নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: এখন টিভি
দিনের কার্যসূচি অনুসারে এ দিন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা-৬ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু পুনরায় ডেপুটি স্পিকার স্পিকার নির্বাচিত হন। এ দিন শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদের উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি আশা করেন, জাতির আকাঙ্খা পূরণে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও গঠনমূলক ভূমিকা রাখবে। আন্দোলনের নামে কেউ যাতে অরাজকতা করতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে বলেন রাষ্ট্রপতি।
আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ মূলতবি ঘোষণা করার মাধ্যমে শেষ হয় দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে এই অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম।
দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৩ জন সংসদ সদস্য, বিরোধী দল জাতীয় পার্টির ১১ জন ও অন্যান্য ৩টি দলের তিনজন সংসদ সদস্য থাকছেন। তবে, স্বতন্ত্র হিসেবে এই সংসদে রেকর্ড ৬২ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন। যদিও এদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন।