আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং একই মাসের ৯, ১০ ও ১১ তারিখ দ্বিতীয় পর্ব উপলক্ষে অংশগ্রহণকারীদের সুবিধার্থে বিশেষ ট্রেন কার্যক্রম চালু করা হবে।
দুই পর্বের ইজতেমায় দু'টি শুক্রবার ২ ও ৯ ফেব্রুয়ারিতে ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল ২টি ট্রেন চলাচল করবে। দ্বিতীয় দিন অর্থাৎ ৩ ও ১০ তারিখে জামালপুর-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন চলবে।
আখেরি মোনাজাতের দিন ৪ ও ১১ ফেব্রুয়ারিতে কয়েকটি স্পেশাল ট্রেন চলবে। এগুলো হলোঃ ঢাকা-টঙ্গী রুটে ৫টি, টঙ্গী-ঢাকা রুটে ৫টি, টঙ্গী-ময়মনসিংহ রুটে ১টি, টঙ্গী-টাঙ্গাইল রুটে ১টি ও ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২টি স্পেশাল ট্রেন চলবে।
এছাড়াও ইজতেমার জন্য বাড়ানো হয়েছে টঙ্গী স্টেশনে বিরতির সময়। ১ থেকে ৪ ফেব্রুয়ারি ও ৮ থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকামুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট করে থামবে। আখেরি মোনাজাতের দিন অর্থাৎ ৪ ও ১১ তারিখে (সুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতিত) সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে তিন মিনিট থামবে।
৪ ও ১১ ফেব্রুয়ারি ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস বন্ধ থাকবে ও ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস এ দুইদিন সাপ্তহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকবে।
ঢাকার বাইরে থেকে আসা মুসল্লিদের ফিরে যাওয়ার জন্য ইজতেমার পরের দিন ৫ ও ১২ ফেব্রুয়ারিতে টঙ্গী স্টেশনে সব আন্তঃনগর ট্রেন ৩ মিনিট থামবে।