কে বাড়িয়েছে চালের দাম? এখনও জবাব খুঁজছে খাদ্য মন্ত্রণালয়। তবে কীভাবে কমবে তার উত্তর মিলছে না। তদারকি দল দোকানের লাইসেন্স, চালান উল্টে পাল্টে দেখে মাত্র ৩০ মিনিটেই শেষ অভিযান।
কি পাওয়া গেলো অভিযানে? বাজারে দাম কমবে কিনা এমন প্রশ্নের সোজাসাপ্টা জবাব বাজার মনিটরিং দলনেতার।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নুল আবেদিন বলেন, ‘মিলারদের কাছে দাম কমতে শুরু হয়েছে। আর মোকামেও দাম কমেছে।’
তিনি আরও বলেন, যেখানে প্রয়োজন সেখানেই অভিযান পরিচালনা করে চালের বাজার স্থিতিশীল করা হবে।
অভিযান শেষে উত্তর বাড্ডার পাইকারি ব্যবসায়ীরা ব্যাখ্যা দিলেন সমস্যার উৎপত্তি নিয়ে। চাল ব্যবসায়ীরা বলেন, ‘এই মৌসুমে ধান উঠছে। এখন তো বাড়ার সম্ভাবনা নেই। মিলেই সব চালের দাম বাড়ছে।’
বাজারে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান। ছবি: এখন টিভি
সপ্তাহ হয়েছে চালের দাম কেজিতে ৬ থেকে ৭ টাকা বেড়েছে। এর মাঝে মিলগেটে দাম কমলেও প্রভাব পড়ছে না খুচরায়। তাই সরকারের আরও কঠোর হস্তক্ষেপের আশা সাধারণ মানুষের।
চালের ক্রেতারা বলেন, ‘ধান দেশেই উৎপাদন হয়। আবার আমরা চালে স্বয়ংসম্পূর্ণ, তাহলে চালের দাম কেন বাড়ছে?’
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিল মালিক, পাইকারি-খুচরা ব্যবসায়ীদের পারস্পরিক দোষারোপের চেয়ে এখন বেশি জরুরি চালের দাম নিয়ন্ত্রণ।