বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ৮টি ফ্লাইট অবতরণ করতে পারেনি।
চলতি বছরে শীতের শুরু থেকে প্রায় প্রতিদিনই একাধিক ফ্লাইট শাহজালালে নামতে না পেরে দেশে ও দেশের বাইরে নিকটস্থ বিমানবন্দরগুলোতে অবতরণ করছে। কুয়াশা কেটে গেলে প্লেনগুলো আবার বিমানবন্দরে ফিরে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, এতে করে ফ্লাইট পরিচালন ব্যয় বাড়ছে। নির্ধারিত সময়ের বাইরেও আকাশে উড়তে থাকায় যেমন জ্বালানি ব্যয় বাড়ছে পাশাপাশি অবতরণ না করতে পারা ফ্লাইটগুলোর যাত্রীদের হোটেলে রাখতে হচ্ছে। এতে এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে।