শিক্ষা
দেশে এখন
0

শতভাগ বই পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা

শাহনুর শাকিব
ঢাকা

সারাদেশে প্রাথমিকের শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে কোনো কোনো বিভাগে ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ বই পৌঁছায়নি। এর বেশিরভাগই অষ্টম ও নবম শ্রেণির। তাই এই দুই শ্রেণির শিক্ষার্থীদের ফিরতে হয়েছে কিছুটা অপূর্ণতা নিয়ে।

নতুন বছরের প্রথম সকালে, শীতের আড়মোড়া ভেঙে সোমবার (১ জানুয়ারি) দেশের সকল বিদ্যালয় ছিল উৎসব মুখর। চট্টগ্রামে নতুন বই পেতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা খুশিতে কেউ বই নিয়ে দিয়েছে দৌঁড়। কেউ জড়িয়ে ধরছে বুকে।

তবে, এবছর চট্টগ্রামের প্রাথমিকে চাহিদার সাড়ে ৪ লাখ বই পৌঁছালেও। মাধ্যমিকের বই পৌঁছেছে ১ কোটি ২০ লাখ। তাই এ ধাপের অনেকেই পায়নি সব বই। চাহিদার বাকি ২৬ লাখ বই এক সপ্তাহের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীতেও শিশু-কিশোরদের হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবারের বই উৎসব। নগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজে কেন্দ্রীয়ভাবে উৎসবের আয়োজন করা হলেও শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে নগরীর পুলিশ লাইন স্কুলে বই উৎসবে যোগ দেন সিটি মেয়র।

এ বছর রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রাথমিকের শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বই পাওয়া গেছে ৬৫.৫ শতাংশ। প্রথম দিনেই যা বেশিরভাগ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।

ময়মনসিংহেও প্রাথমিকে শতভাগ শিক্ষার্থীকে বই দেয়া হলেও মাধ্যমিক পর্যায়ের ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ২ হাজার ৮৬৫টি বই বিতরণ করা হয়। যা ছিল মোট চাহিদার ৭০ শতাংশ।

বগুড়ায় সব মিলিয়ে ৪৬ লাখ বইয়ের চাহিদা থাকলেও পাওয়া গেছে ৩৫ লাখ। যা মোট চাহিদার ৮২ ভাগ।

এছাড়া খুলনা, বরিশাল, সিলেট, যশোর, ফেনী, নওগাঁ, হিলিসহ দেশের বিভিন্ন স্থানে বই উৎসব হলেও মাধ্যমিক পর্যায়ের অনেক বই পাননি শিক্ষার্থী।

এমএসআরএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর