দেশে এখন
0

থার্টি ফার্স্ট উদযাপনে ৫ বছরে ক্ষতি কোটি টাকার বেশি

ঢাকা

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে গত ৫ বছরে (২০১৮-২০২২) আতশবাজি ও ফানুস উড়ানোয় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

চলতি বছর এসব কর্মকাণ্ডে যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (৩১ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ২০২২ সালের থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে প্রায় ১০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হয়। আতশবাজি ও ফানুস উড়ানো থেকে ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়া আতশবাজির উচ্চশব্দে মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়।

এছাড়া ২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি হয়। এসব অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস ৩ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট এবং ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে ঢাকার ফায়ার স্টেশনগুলোকে অগ্নিকাণ্ড সংক্রান্ত যেকোন দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: থার্টি ফাস্ট নাইট ঘিরে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধের দাবি

এই সম্পর্কিত অন্যান্য খবর