মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের দেয়া আগুনে আটশতাধিকের মতো যাত্রীবাহি ১৪ বগির এই ট্রেনের চারটি বগি পুড়ে ছাই হয়ে যায়। যাত্রীদের আসন থেকে মাথার ওপরে থাকা ব্যাগের তাক বা পাখা কিছুই অবশিষ্ট নেই।
এদিকে ক্ষতিগ্রস্ত রেলটি নিয়ে আসা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে। পরিদর্শনে আসে পুলিশসহ সরকারি বিভিন্ন সংস্থা। এসময় সিআইডির ফরেনসিক দল, সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং পিবিআইয়ের সদস্যদের রেলের পোড়া বিভিন্ন আলামত সংগ্রহ করতে দেখা যায়।
নাশকতার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটেছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আগুনের ঘটনার রহস্য উদঘাটনে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সকলে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেন, ‘আমরা তদন্ত করছি, এবং জানার চেষ্টা করছি এটা কারা করেছে। যারা করেছে তাদের আমরা গ্রেপ্তারে চেষ্টা করবো।’
রেল পুলিশের প্রধান মো. দিদার আহমেদ বলেন, ‘আমরা সকলে চেষ্টা করছি এর পেছনে যারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করতে।’