দেশে এখন
0

যশোরে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা

‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ এ স্লোগান সামনে নিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে।

আজ রোববার (১০ ডিসেম্বর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের প্রাঙ্গণে ভ্যাট সম্পর্কে জনগণকে আরও সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার ও সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেনাপোলের কাস্টম কমিশনার মো. আবদুল হাকিম। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) এর প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ, যশোর কাস্টমের অতিরিক্ত কমিশনার মো. সেলিম শেখসহ অন্যরা।

অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতাধীন বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, উৎপাদনকারী, ভ্যাটদাতা চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ২৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুন: