এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা

0

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (সোমবার, ৩ মার্চ) বিইআরসি জানায়, ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম হবে ১২০ টাকা ৮০ পয়সা, যা গত মাসে ছিল ১২৩ টাকা ১৬ পয়সা।

একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে দাম বাড়ানো হয়েছিলো ১৯ টাকা। তার আগে জানুয়ারি মাসে অপরিবর্তিত থাকলেও বাড়তি ভ্যাট যুক্ত হলে জানুয়ারির মাঝামাঝিতে বাড়ানো হয় ৪ টাকা।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের মূল্য বিশ্লেষণ করে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এএইচ