দেশে এখন
0

নরসিংদীতে ব্যাডমিন্টন সরঞ্জামের বিক্রি বেড়েছে

শাহনুর শাকিব

প্রতি দোকানে দৈনিক লেনদেন লাখ টাকা।

শীত পুরোপুরি জেকে বসার আগেই দেশের বিভিন্ন জায়গার মতো নরসিংদীর পাড়া মহল্লায় ব্যাডমিন্টন খেলার ধুম পড়েছে। আর এই খেলার সরঞ্জাম কিনতে দোকানে ভিড়।

শহরের বাসস্ট্যান্ড, বৌয়াকুড়, স্টেডিয়াম রোডসহ প্রতিটি উপজেলা শহরের দোকানগুলোতে পছন্দের ব্যাট, কর্ক, নেট, স্টিং ইত্যাদি সরঞ্জামাদি কেনাবেচায় ব্যস্ততা। চাহিদা রয়েছে জার্সিরও৷

ক্রেতারা জানান, ব্যাডমিন্টনে খরচ আছে, কিন্তু বছরে একবার সেজন্য বাজেট থেকে মিলানো যায়। গতবছরের থেকে এ বছরের দাম বেশি।

ব্যাটের দাম ৩০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত৷ কর্ক ও নেটসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যাচ্ছে ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে৷ দোকানপ্রতি দৈনিক লেনদেন হচ্ছে লাখ টাকা পর্যন্ত।

নরসিংদী শহরসহ পুরো জেলায় বড় এবং মাঝারি আকারের এ ধরনের ক্রীড়াপণ্যের দোকান রয়েছে প্রায় দেড় শতাধিক। সবমিলিয়ে দৈনিক লেনদেন প্রায় ৩০ লাখ টাকা।

খেলোয়াড়দের কয়েকজন জানান, 'প্রতিবছর শীত আসলেই আমরা ব্যাডমিন্টন খেলার আয়োজন করি। মধ্যরাত পর্যন্ত সবাই একসাথে খেলার আনন্দ অন্যরকম। সরকারি উদ্যোগে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা উচিত। এতে তরুণরা উজ্জীবিত হবে।'

এসএস

আরও পড়ুন: